ঘুম ভাঙতে মোরগ ডাকাডাকি করে
ভোরের আভায় উঠে ডানা দুটো মেলে
রাতের ঘুমের শেষে ছাড়া তবে পেলে
সাথের সাথিরা সব থাকেনা যে ঘরে
এমন চিত্র দেখায় খামারের তরে
ইচ্ছা স্বপ্ন দেখা হয় আবেগের ছলে
হবে এই আঙিনায় ওরা দলে দলে
বিলীন মলিনে ভার এতটুকু পরে।
অভাবী মনের আশা কাদায় অঝোরে
প্রভাব সাজানো গুটি ধোকার কৌশলে
নকলের আনাগোনা একে একে মরে
বিরোধ প্রতিরোধের যায় রসাতলে।
হয়তো হবে না আর একতার বলে
মিছে মায়া স্বপ্নে উঁকি দেয় দোলাচলে।