ধনীর ধনে উচ্চ ফলনেও
হয়না সুখের বাস,
হিংস্র মনের বিলাসী ঘর
শুধুই যে দীর্ঘশ্বাস।

তবুও চলছে উল্টো রথে
গিবত অন্যে খুব,
নিজের পাপ নেইরে বুঝি
বিপদে পড়ে চুপ।

অর্থ ছায়ায় সব কিনলেও
আমল ধুলো ছাই,
খুন ধর্ষণ আইন ফাঁকিতে
ঈমান কিচ্ছু নাই।

দম্ভ ক্ষমতা আর কতকাল
মিথ্যে দানের তরে,
মৃত্যু আসলে কৈ পালাবে
যাবে মাটির ঘরে।