দগদগে ক্ষত হলো প্রেমের অনলে
ঝরাপাতা পড়ে থাকা হৃদয় গহীনে
মরুভূমি তপ্ত বালু বৃষ্টির ক্রন্দনে
পাথরে আগুন ঝরে হিংসে বিষে চলে
প্রেমের ভাষায় তবু উষ্ণ খলবলে
ভাবুক মনের বাসা গাছ ছাড়া বনে
ধোঁকার অতলে খেই ব্যথা চন্মনে
অদৃশ্যতা হাহাকারে নিষ্ঠুর কৌশলে।
মনে হিয়া পিছু নিয়া বারোটি বছর
আদরে সাদরে কেটে প্রতি দিন মান
হয়নি মুহূর্ত থেমে কাটেনি প্রহর
তবুও রইলো না যে এই দেহে প্রাণ।
পরকীয়া ভালবাসা মিছে মিছি সব
জ্বলন্ত হৃদয় ছাই মিথ্যে কলরব।