সূর্যের শেষের আভায় স্নিগ্ধ হাওয়ায় আমি একা
এখনো অপেক্ষার জাল বুনি তুমি আসবে মাঠের কোণে,
বেয়ে চলা কুমার নদীর পাড় ঘেঁষে সেই প্রান্তর
পাখিরা সজ্জিত হচ্ছে নীড়ে ফেরার পাঁয়তারায়।
গোধূলির সাজ বুঝি এলোমেলো করে দিলাম
আমার অপেক্ষা হয়তো ওদের ক্লান্ত করে তুলেছে
একটুও হয়নি, হইনি এতটুকুও ক্লান্ত বা বিরক্ত
নিজেকে মানিয়ে নিয়েছি আগের মত করে।
এ অপেক্ষা যে খুব ভালো লাগে
এ অপেক্ষা তোমায় দেখার আদিম ঘ্রাণের মোহে
পেয়ে থাকি অবিরাম ভালবাসার অন্তিম শুধা
অনন্ত সুখের আস্বাদন অপেক্ষার তরে যে পাই
মিনিট কয়েক তোমায় কাছে পাই, শুনতে পাই মধুময় শ্রবণ
আবেগী হৃদয় প্রশান্তি আসে বলেই বসে থাকি এই কোণে,
বন্ধু, ওরা ওদের মতো খেলতে থাকে দেয় না উঁকি
সময়ের শেষ লগ্নে তোমার চলে যাওয়ায় সব নীরবতায়
ফিরে তাকাই অপেক্ষার তরে যতক্ষণ পড়ছিলে ক্লাসে
সকলের মাঝে যখন চোরের মত আড়াল করে দেখা
তখন বুঝে যাই লুকিয়ে ভালবাসার গভীরতা তোমার
চলতে থাকবে দুজনে দেখা নদীর খেলা, পাখির নীড়ে ফেরা
হবে ভালবাসার প্রজন্ম এই পড়ন্ত বিকেলের তরে।