ইচ্ছে করে লুকিয়ে তোমার হাতটি ধরি
ইচ্ছে করে নতুন করে আবার প্রেমে পরি
যতই দেখি তোমায় ইচ্ছে রা লুকিয়ে যায়
তোমার ভালবাসায় আমি শুধুই অসহায়
চলবো পথের ঐ তরে একটু ধরে হাত
কাটবে সকাল, কাটবে বিকাল, কাটবে সারারাত,
থাকবে পাশে রাখবে হাত দেখবে চেয়ে থেকে
ভালবাসি বলবে আবার মনের মাঝে রেখে
সময় হলো গত কতো একটু দেখ ফিরে
চেয়ে আছি অনন্তকাল দাঁড়িয়ে তোমার নীড়ে
তেমন করে বাসবে ভালো আগে যেমন ছিলে
ভালবাসায় নতুন আশায় একটু খানি দিলে
ব্যস্ত কাজে সকাল সাজে সময় হয়না আর
পাশে থেকে মিষ্টি হেসে দুষ্টু সমাচার
দিনের শেষে বীরের বেশে যদি আশি ঘরে
ভালবাসা পাই যেন সেই পুরনো তোমার তরে
ভালবাসায় রকম হয়েছে আগের মত নাই
তবুও ভালো অনেক বেশি ভালো লাগা পাই
ভালো আছি কষ্ট সুখে পাশে থেকো তুমি
কাটুক না এমন ই দিন ভালবাসবো আমি