ভালবেসেছি নয়নে নয়নে অন্তর জুড়াইয়া
আগে পিছে বহু যুগ, হৃদয় গভীরে ভাসাইয়া
চিরকাল ধরে মুগ্ধতার রেশ পড়ে আছে
উপহারে খালি হাত, সাজিয়ে তোমার কাছে।
কত রূপ গলেতে তোমার
সাজিয়ে'ছো পরতে পরতে রঙের বাহার
খোপা কেশে হাতের-আলপনা ঝুলে থাকা
টিকলি'র ঝিলিকে ভালবাসা ঢেকে রাখা।
ভালবেসেছি অতীতের স্মৃতির পাতা থেকে
ব্যথার হৃদয় হবে আমার শেষ পরিণয় দেখে
কত কথার হবে আনাগোনা
নতুনের কত মন হবে শেষ জানাশোনা।
ভেসে যাব প্রেমী যুগল নদীর তটে
হারিয়ে যাবো তরী বেয়ে খুঁজবে না কেউ বটে
স্বপ্নময় হয়ে যাবো স্রোতের কুলঘেরা পাড়
বেদনায় লুটোপুটি খাবো, হবো কান্নার সমাহার।
ভালবেসেছি নয়ন তটে একটু মুচকি হাসি
অন্তর প্রেমে উৎলাই পরে অশ্রু জলে ভাসি
অপেক্ষার পালাবদল আবেগী কবে হবো
ভালবাসায় কি পাবে মন কত কাল আর রবো ?