সাদা কালো মেঘটা ভালোই লাগছে
চাঁদের আলোর সাথে লুকোচুরি খেলছে
গহীন রাত্রিতে আমি একাকী বসে আছি
বুকের মাঝে যে মৃদু কান্না ছিল
এখন হয়তো কমতে শুরু করেছে
হয়তো চাঁদ! চোখের জল মুছে দিয়েছে
আজ আমি সবার থেকে আলাদা
কথাগুলো শোনার কেউ নেই এখন
ঘুম, ঘুম আর এখন রাতে আসে না
খালি পেটেও এখন লাগে না পিপাসা
আমার সব কিছুই যেন ভুলের মাঝে
জগৎ মাঝে এখন সবাই নতুন সাজে
এসেছিলাম চাঁদের সাথে কথা বলবো
মনের আবেগ, কষ্টের অনুভূতি বোঝাবো
মেঘের ভেলায় খেই হারিয়ে ফেললাম
ওর কষ্ট গুলো মনে হল আমার থেকে বেশি
তবুও ভালো অনুভূতি নেই বলার
বেদনা নেই আমার মত চলার
আমার সব আছে! সবাই আপন জন
তবুও একাকীত্ব কুঁড়ে কুঁড়ে খাচ্ছে প্রতিনিয়ত
ভালবাসার সবটুকু পেলেও শূন্যতা বিরাজমান
বিভীষিকাময় চাহিদার অন্তরালে ডুবে আছি
হয়তো জীবনটা এমনই হবে সাদা ও কালো