পলাশ কৃষ্ণচূড়ার ফুটন্ত ফুলে
জ্বলছে রক্তিম লেলিহান
বায়ান্নর একুশে অমর যারা
মাতৃ ভাষায় করেছে রক্ত দান
পুষ্পমালা তাহাদের জন্য
সবুজের মাঝে লালের প্রাণ।
ভাষা আন্দোলন স্বাধীন চেতনা
যুগ পরিক্রমায় চির অম্লান
সবুজের পথে মেঠো পথ
বয়ে চলবে রক্তিম নিশান
ক্ষণিক সময়ের ফেব্রুয়ারি
ধরে রেখেছে মায়ের সম্মান।
বিশ্ব দরবারে আজ মাথা উঁচু
করবে না কেউ অপমান
ফাল্গুন সেজেছে বাহারি ফুলে
প্রকৃতি হয়েছে আপন ভুবন
কেঁদে তবুও বুক ভাসাবো
গেয়ে একুশের মুক্ত শ্লোগান।