আজ প্রথম আলিঙ্গন তোমার তরে শেষের মত
এই বাহুডোরে এসে জাপটে ধরেছিলে শক্ত করে,
কিছুই বললে না অনেক সময় পার হওয়ার পরেও
আমার কি করা বোঝার আগেই ঝরছে জল আঁখি তরে।
সময়ের ক্ষণ বছরে হয়েছে গত হয়নি বলা ভালবাসি
আজ কি বলে দিব! নাহ! স্তব্ধ হয়ে আছি বোকার মত,
তোমার আঁখি জলে ভিজে যাওয়া বুকটা আগলে নিতেই
চলে গেলে নিমিষেই দুরে দৌড়ে কান্নাই ছিল যত।
আকাংখার তরে ভয় ছিল না, ছিল না শান্ত স্বভাবের তুমি
আনন্দের কান্না নাকি কষ্টের মিনতি বোঝার কি উপায়,
গোধূলির আভায় শুধুই চেয়ে থাকার তরে হতাশার ঢেউ
যাওয়ার তরে ফিরে ফিরে কি যেন বলছিলে ইশারায়।
ধনীর ললনা তুমি মনের ভয়ে কাটে প্রতিটি মুহূর্ত
আর্তনাদে কেঁপে উঠে বুক নিরাশা কত দিনের জন্য,
তোমায় দেখার আকুতি ম্লান করনি দিয়েছ অপেক্ষা
মিষ্টিময় ঠোঁটের হাসি অপেক্ষার ক্লান্তি হয়েছে ধন্য।
কত কথার জন্ম দিলে এই একটু সময়ের ব্যবধানে
প্রশ্ন মনে আনন্দিত হব নাকি কষ্টের আর্তনাদ ?
তৃপ্তির মাঝে শূন্যতায় ডুবে অন্ধকারের দোরগোড়ায়
কি করব! কি করা উচিত ? কবে হবে অপেক্ষার অবসাদ?
সময় গড়িয়ে সন্ধ্যার আবহে ভেসে এলো কানে চিৎকার
লোকালয়ে পূর্ণ হল বাড়ির সামনে কৌতূহলী সবে,
ধর্ষিত চেহারায় আঁতকে উঠলো বুক আমি বাকরুদ্ধ
নিথর দেহ শেষ নিঃশ্বাসে আলিঙ্গন অপেক্ষায় রবে।