ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক
সকলকে ঈদের শুভেচ্ছা


ঘরের তরে খুশির আমেজ
বাইরে ভীষণ ভয়,
আগের মত এবার ঈদে
একই রকম নয়।

করোনা ভীতি ঈদ করেছে
শুধুই আপন জন
নিরাপদে ঘরে থেকে আজ
খুশির আয়োজন।