বিদ্যালয়ে শ্রেণী কক্ষে যেদিন দেখছি
ভীতু মনে উঠে 'স্যার' হাতের ইসারা
বেজায় খেপিয়ে ছিল কষ্ট যে পেয়েছি
টেরা চোখের চাহনি দিলো লেখা পড়া।
অনেক প্রশ্নের মাঝে ভালবেসে বলে
তুমি কি পারবে জানি আমি যে শিক্ষক
বুঝেছিলাম তখন গভীর অতলে
পাঠ্য দানে সে অমর দীক্ষা'র ভিক্ষুক।
যত পরিবর্তনের আলোর ভেলায়
ভেসে যাবো বহুকাল বহু বছরের
শাসনে চাইবো তব জ্ঞানী মানুষের
যেখানে জ্ঞানের সিঁড়ি উচ্ছ্বাস মেলায়।
আমার শিক্ষকে জানি উন্নত ভাবনা
গুরুজন দীক্ষা পানে কভু ভুলবো না।