ভাত খাইলে জ্বর আসে
ছোটন খোকার বুলি,
ব্রাশের মাথায় পেস্ট লাগালে
ঝুলে মাথার খুলি।

শার্ট পড়তে দরুন মজা
প্যান্ট পড়তে গরম,
মা থাকলে ভালই লাগে
মেয়েরা দেখলে শরম।

ফল খাইতে ভারী মজা
চুকলা কেন হয় ?
বিচি কেন হয় বল মা
ভাতের মত নয়।

কার্টুন দেখতে ভালই লাগে
শেষ হয় মা কেন ?
ওদের সাথে খেলতে যাবো
রাজা হব যেন।