ধুলোমাখা স্মৃতিগুলো বাতাসের তরে ভেসে আসলো
নিয়ে গেলো অতীতের প্রচণ্ড ঝড়ের মাঝে,
ব্যথার জীবনে অলীক সান্ত্বনার পাতা ছিলে তুমি
পূর্ণতায় ছিল সময়ের সমস্ত বিপত্তি তোমার ভাঁজে।
বেসামাল জীবনকে দিয়েছিলে সামলে নেওয়ার আশা
স্বপ্ন গুলোকে করেছো নিজের হাতে রঙিন ঘুড়ি,
সেই চেনা পথ গুলো লোকালয়ে পূর্ণ হাহাকারে'র তরে
ধুলো গুলি আগলে রেখে ঐ প্রান্তরে'র বাঁকে ঘুরি।
বাতাস কতোই বেরসিক! কোথায় খুঁজবো এখন?
বিদায় নিয়ে নিলো একমুঠো ধুলো যা আমার ছিলো,
ঝড়ের আবহ শুরু হয়েছে, আসবে বুঝি বৃষ্টির শ্রাবণ
দু'জন ভেজার তৃপ্তি! কেন মনে মূর্ছনায় দোলা দিলো?
ছলোনা তুমি করো'নি, ধোঁকার মায়াজালে আমি ফেঁসেছি
জীবনকে জীবনের মতো কেন করেছিলে মধুময় সব ?
প্রশ্নের উত্তর আজও পাইনি! অপেক্ষার দ্বারে দ্বারে ঘোরা
বাদামের ঠোঙ্গা হাতে পার্কে আর হয় না কেন কলরব?
তোমার কথার তীরে ভেঙ্গে যাওয়া হৃদপিণ্ড এখনো তেমন
ক্ষতের ঘা সুখায়'নি, থাকবে বহুকাল অদেখার মাঝে,
স্মৃতিঘেরা শালীন পোশাক অলি গলিতে পরে থাকতে দেখেছি
ঘুণে ধরা মন এখন আর সান্ত্বনা নেয়না কোন সাঁজে।
বাতাস বড়ই বেরসিক, ধুলোমাখা স্মৃতিগুলো জাগিয়ে দিলো
কেন দিল প্রশ্ন করতেই অজানায় উড়িয়ে নিয়ে নিলো!