কি এমন হয় ছোয়ালে তোমার এই হাতখানি ?
জ্বর তপ্ত আমার কপালে !
একবার মুছে দিলে এই চোখের জল
কি হয় এমন আরও দু ফোটা অধিক শিশির দিলে


এমন কি ক্ষতি হয় তোমার বল না
আমার উত্তপ্ত বুকে তোমার আলিঙ্গন
কিছু সময় পাশে বসে
আলতো করে পরশ বুলিয়ে দিলে।