ডাক্তার দরবেশ
কাজে কম কথা বেশ
রোগী দেখে সিরিয়াল সাজিয়ে,
গোঁফ নাই দাঁড়ি নাই
ভালো সব হওয়া চাই
মেয়েদের সাথে কথা বাজিয়ে।
ওষুধের দাম বেশি
কেনা বেচা'য় হয় খুশি
কৃপণতা তবু তার স্বভাবে,
বিয়ে শাদি করে না
লেনদেনে বনে না
সে নাকি আছে খুব অভাবে।
চুল তার সাদা কালো
লোকে বলে খুব ভালো
সব সাদা হয়ে যাবে চুল,
কাঁটা ছেড়া রোগী গুলো
ব্যান্ডেজে শুধু তুলো
মাঝে মাঝে হয় তার ভুল।
দিন কাটে রাত কাটে
মাঝে মাঝে পরে বাটে
পরকীয়া প্রেম করে ফাঁদে,
রোগী কেউ বাকী নেয়
মাঝে মধ্যে ফাঁকি দেয়
সেই শোকে ডাক্তার কাঁদে।