লিখবে না মন বসে থাকা ক্ষণ
হঠাৎ এলো বৃষ্টি
হাতের মুঠোয় কলম খাতায়
কাব্য হল সৃষ্টি ।
বৃষ্টি আজি এমনি ভাবে
কত কবিতার উৎস দিল
কবির মনের রং তুলিতে
ছবি আঁকা আগেই ছিল !
কবিরা আজ চিন্তা মনে
কবিতা হবে কি গদ্য?
কিছু না ভেবে লিখতে বসা
ছন্দ মিলে পদ্য ।
বৃষ্টি আয় বৃষ্টি আয়
আরও একটু বেশি
বৃষ্টি মাঝে খোকা খুকী
হয় যে বেজায় খুশি।
এমন দেখায় কবির মনে
কাব্য রসে ছন্দ
মাঝে মাঝে বৃষ্টি হলে
হয় না তাতে মন্দ ।