আমি'তো স্বাধীনতার নাম শুনি মুখে
শত শহীদের রক্তে এই বাংলাদেশ
দেখতে হয়েছে মা'র রক্তমাখা বুকে
মরণের ভয় নেই রক্ষায় স্বদেশ।
আর কেঁদো'না মা তুমি মুছে ফেল পানি
তোমায় দেখার নেই কাঁদিয়া স্বদেশ
আমি শুধু একা মাগো দেখি মুখ-খানি
স্বাধীন দেশে মা তুমি ঘুমিয়ে নিস্তেজ।
আলোর মুখ দেখতে চেয়ে ছিলে তুমি
এ আমার নয়নে'গো মা বাংলাদেশের
শহীদ করে সন্তান রক্ষা এ মাটির
রক্ষা হয়েছে শুধুই মাটি হীন ভূমি।
মা কেন দেখো না তবু চেয়ে সূর্য পানে
সূর্য নাকি মেঘে ঢাকা পূর্ব আসমানে।