ঝিরি ঝিরি বৃষ্টির তরে আমার চোখের জলও যে ভিজিয়ে দিচ্ছে "গা"
অপেক্ষার অবসান ঘটে গেলো কিছু মুহূর্ত আগে
শেষ বিদায়ের বাঁশি যে আমার কানে বেজে উঠেছে
বুকে আগলে রাখার আর কোন ঠিকানা হয়তো পাবো না
"মা" নামক শব্দটা কি করে আর ডাকবো !
কার কোলে মাথা রেখে শান্তি খুঁজে নিবো ?
বাবা নামক বট গাছটা আমি দেখিনি কোন দিন
বুঝিনি বাবার আদর কেমন হয় ?
ভালবাসার আরও ঠিকানা যে ছিলো ! তাও কি আছে ?
বৃষ্টির ঠাণ্ডা হওয়া পুরো শরীরকে শান্ত করে দিয়েছে
জীবন সঙ্গিও যে মা'য়ের সাথে চলে গেছে!
সান্ত্বনা দিতে কেউ যে আসে না,
কেউ ভালো বাসে না তা কিন্তু না
এ যে ভয়াল করোনা !
ভালবাসা নামক শব্দটা হেরে গেছে এর কাছে
এখন বেঁচে থাকতে হবে
কিভাবে বাঁচতে হবে তাও যে জানি না
একাকী লড়াই চলছে নিজে থেকেই
দাফন যে দিতে হবে দু'জন
চির বিদায়ের পরিয়ে কাফন।
(# আমি আন্তরিক দুঃখিত যে এই ঘটনা আমার জীবনে নয়, এক আত্মীয়ের জীবনে ঘটেছে। আলহামদুলিল্লাহ আমার নিজের পরিবার ভালো আছে। কমেন্টে করতে গিয়ে কেউ কেউ বিভ্রান্ত হয়েছেন বলে আমি আন্তরিক ভাবে দুঃখিত)