সাঁজের ঘরে কাজের অভাব নিত্য দেখা চোখ
অভাব যেন উপচে পরে চাহিদারা করে শোক,
মন ফাগুনের আগুন শুধুই গিন্নী বেজায় চটা
পাওনা নিতে লোকের ঝাঁঝ তুলকালাম যে ঘটা।
নিকম্মাটা ঘরের মাঝে বউয়ের আঁচল তলেই
স্বজন বিজন পড়শিও আজ খোটা মেরে বলেই,
কবির কর্ম কাগজ কলমের চলছে দেখা শেষ
এ-কুল ও-কূল ভাঙন সুরে টানছি জীবন বেশ।
হয়নি কিছু ছারিনি পিছু কবি হওয়াটাই শখ
পাঠক নামক নিজের নামটি এখানেও যে ঠক,
নিজের জীবন পরের হাতে অন্ধকারের ঐ ছায়া
সন্তান বলে বাবার নেইকো আদর কিবা মায়া।
জমানো সব স্বপ্নগুলোর মূল্য নেইকো আজ
সব ছেড়ে তাই ধরতে হবে অর্থ পাওয়া কাজ।