জরাজীর্ণ জীবন
অতঃপর লুণ্ঠিত সব আকুল উচ্ছ্বাস
শুভ্র আবরণ মুছে নির্লজ্জ নগ্নতায়
পরাজয়ের সাগরসম স্বরলিপি।
সংকীর্ণতাকে আঁকড়ে ধরে হোঁচট অদৃশ্য বাতাসে
রৌদ্রের তীব্র তাপদাহ ঝরায় না ঘাম
কালো কে কালো আর দেখার নয় যে,
যদি জানতাম এই অদৃস্যতার খেলা
তবে চূড়ান্ত স্বত্বাকে দিতাম তুলে আত্মহত্যায়
তখন উপেক্ষায় থেকে যেতো অধরা
আর ভালোবাসা! নীলের তরে শুভ্র সভাময়।