একটা কবিতা লিখবো ডায়েরি'র ছেঁড়া পাতায়
কেউ একজন লুকিয়ে লুকিয়ে পড়ে পড়ে হাসবে,
আর বার বার ভিন্ন বাহানায় আসবে।
হয়তো-বা তার জন্য না, নয়তো-বা না এর মাঝে হা,
এমন করেই চলছে বুঝি,
ডায়েরি পাতায় নিত্য খুঁজি
খোঁজার ছলে পাগলামি তার মনের অন্তরায় তাহা।
লিখবো বুঝি তাকেই নিয়ে সকাল বেলার ঘুম
কিচিরমিচির পাখির তরে উড়িয়ে দিয়ে চুম।
ঘর গোছানো'র তাল বাহানায় বাইরে যাওয়ার ফন্দি
শত্রসম ভাইয়ের সাথে করতে দ্বিমত ফন্দি
ছুটছে দেখো ডানা মেলে প্রজাপতির মতো
উড়ন্ত মন মানবে কি আর
চুরি'র বাঁধা নেই'কো যে তার
আপন খেয়াল ইচ্ছে খুশি ডায়েরি পাতা যতো।
ভালো লাগার ভাব টুকু আর ভালবাসায়-ই হয়,
অগোছালো কথা গুলোই কেমন জানি ভয়।
তবুও খুঁজি চোখের পাতায় মনকে করে শান্ত
হঠাৎ যদি সামনে আসে কেন হই যে ক্লান্ত?
মুখের ভাষা এমনি খোয়া
স্বপ্ন কি'না একটু ছোঁয়া,
ছেঁড়া পাতার কথা গুলো মন যদি তা মানতো?
আবেগ গুলো আস্তে ধিরেই ডায়েরি পাতায় জমছে
তবুও কেন নিত্য দিনে কবিতা লেখা কমছে
তবে কি আর ?
না না তা কি করে হয়? মন উতলা দেখতে তাকেই
থাকবো যে লুকিয়ে থেকেই, ছেঁড়া পাতা অমনি রেখেই
দেখার বাহানায়।