মানুষে বলি আকাশ কতটা বিশাল
দূর থেকে দূর চোখ ধুসর সীমানা
সাগর কত গভীর বুকে বয়ে জল
হারায় নদীর কুল কি'তার বেদনা।
সময় গতির চলা জীবন বন্ধন
নিভৃতে হারায় তবু চোখে স্বপ্ন আশা
পাহাড় উঁচু ত্বরায় করিয়া ক্রন্দন
ঝর্না বুকে বয় তবু মিটে না পিপাসা।
পাখির উড়ে চলায় আকাশের মায়া
রাতের আঁধার হয় তার জন্য ভয়
বনের পশু এখানে নিরাপদ নয়
গাছেরা নিববে কাঁদে দিয়ে তার ছায়া।
নিববে সবার মন নিয়তির মাঝে
ভালবাসা সুখ দুঃখ মিছে শুধু সাজে।