নিরঙ্কুশ বিজয়ের অধ্যায় আজ শেষ
হলদে পাখিটা লেজ উঁচিয়ে ঐ যে ঘুর ঘুর করছে
গুদের লাল রঙটা কিছু একটা বলতে চাইছে
না বোঝার ভান করেও দেখছি তবুও বেশ,
ফাঁকা উঠনে সব যে আজ শূন্য হয়ে গেছে
বাতাসের আদলে শীতল হয়ে যাওয়া শান্ত শরীরটা
চোখ মেলে শুধুই পলক হীন চেয়ে থাকা মনটা
বন্ধু গাছের কাছেই হয়তো পরাজয়ের গল্প শেষ।
জীবনের অর্জন বলতে আর যে কিছু রইলো না
জীবন যুদ্ধে হেরে গেলাম নিজের কাছে
সত্যের পরাজয় হয়তো মেনে নিতাম, নিজের পরাজয়!
এখন আর না মানার ই-বা আছে কি?
এই ভিটে মাটি! আর নিঃসঙ্গতা নামক একাকিত্ব!
প্রথমে চাকরি, পরে ছেলে ও বউ আর এখন ?
সত্যের সন্ধানে নিঃস্ব জীবনের ইতি টানতে বাকী
ঘুষের দায়ে আদালতের রায়, হায় হায় !
আর কয়েকটি দিন বাকী ছিল সাদামাটা চাকরির শেষ
কালীর দাগ কি কারনে পড়েছে বলতেও পারি না
খুব যে আদরে বড় করেছিলাম বুকের ধন কে
মিথ্যেকে মিথ্যে বলার সাহস হারাবো কখনো ভাবিনি
তবুও শেষ রক্ষা যে হয়নি, রয়নি সহধর্মিণী
অভিমান, অভিমান, অভিমান ও অপমানের যন্ত্রণা
কি কারনে জেলের ঘানী টানতে হল না জানি না
তবে এই অপবাদ বুকে যে আবাদ করে বাঁচতে হবে।