কবিতার কান্নায় ভিজে গেলো আঁখি
বেদনার বর্তমান অতীত করে রাখি
চিন্তায় নিজের তরে নিজেকে হারিয়ে
কষ্টের ছবি হবে বুঝি আপন ছাড়িয়ে।
বুঝেছি এখন আমার মায়াজাল খুঁজে
স্বপ্ন আসেনা রাতে নিদ্রার আঁখি বুজে
করোনায় ভালবাসা নিছক গল্প মুখে
হতাশায় ডুবে খোঁজা আছি বুঝি সুখে।
পড়শিরা ভুলে গেছে আমি কে ছিলাম
রিক্তের কথাগুলো আজ কানে নিলাম
বোবা ভাষায় ডাকা ঐ শোনায় ফাঁকি
জীবনটা হারিয়ে গেছে মৃত্যুটা বাকী।