দেখে নাই কেহ, এ মরা দেহ
পড়ে আছে এই লাশের ঘরে,
কোথাকার কে ? জানে কোন স্বজনের
কে নিবে ? কে আসিবে ? দেবে কার তরে ?
বেওয়ারিশ তবে হয়ে যাবে কি ?
এই অভাগিনী'র মৃত লাশ,
কে করেছে এমন নির্মম খুন ?
কে করিল এমন সর্বনাশ ?
জানি না কত চিৎকার করেছিল !
মায়াকান্না শুনতে পাইনি,
আকাশ বাতাস সাক্ষী আছে বুঝি
ওরা'তো ধর্ষণ ফেরাতে পারেনি ।
পশু পাখি দেখে কান্না করেছে হয়তো
চোখের পানি হয়তো ঝরে পড়েছে,
শয়তানের নির্যাতন অসহ্য ছিল বুঝি
অকাতরে ধুকে ধুকে মরেছে ।
কে আসবে নিতে এই মরদেহ ?
হায়নাদের আঁচর আছে চোখে মুখে,
এভাবেই কত সহস্র আরও দেখব !
কত কাল কাটাবো অজানা শোকে ?