দিন কাটে যার কষ্ট সয়ে রাতে শান্তির ঘুম
মাঝে মধ্যে কোথায় হারায় কেউবা হয় গুম
দিন মজুরে'র এমন জীবন নিত্য দেখা দেশে
করোনা এবার দিল হানা যাবে কোথায় শেষে
মহামারী'র আহাজারি'তে ঘরে বসে বন্দি
ক্ষুধার তারায় দিশে হারায় কি করবে ফন্দি ?
সাড়ে ছয় কোটি শ্রমজীবী আর অভাবের সংসার
দেখার দেখায় ভাঙবে কি বড় লোকের অহংকার !
ওদের তো হায় বোঝার বোধ এতটুকুও নাই
করোনা'র হানায় মিলবে বুঝি লাশ পোরানো ছাই
টেস্ট হবে না চিকিৎসা পাবে না এটাই সত্য এখন
খাবার বেলায় হিসেব মেলায় আশায় কাটে ক্ষণ
দিচ্ছে সবে দানের হাত দু'এক দিনের জন্য
কেউবা আবার ছবি তুলে ফেসবুক করছে ধন্য
মরলে মরুক এমন নীতি যদি আসে দেশে
মহামারী'র পালা বদলে গরিব পাবেনা শেষে।