আঁধার বারিবালা
ছদ্ম নামেও পরিবর্তন, অসাধারণ বিবর্তনে'র লেখক তুমি
কবিতার মাঝে ডুবে থাকা কবিকে ইদানীং আর দেখা যায় না!
ভাবনায় হারিয়ে যাওয়া কাব্যপ্রেমি কোথায় আছো তুমি?
আমার খুব জানতে ইচ্ছে করে, মনে যে পড়ে খুব
তুমি কে? প্রশ্ন মনে সাঁতরাই গহীন সাগরে
পরিচয়ের কথা না হয় বাদ'ই দিয়ে দিলাম কিছু মুহূর্তের জন্য
তুমি বেঁচে আছো তো? শঙ্কা মনে ভয়ের আর্তনাদ
তোমাকে এভাবে আমার থেকে হারিয়ে ফেলতে হবে,
তোমাকে আর আমার মাঝে পাবো না! শিহরিত গায়ের লোম
অল্প দিনের জন্য এসেছিলে মনের আঙিনায়
শিখিয়ে দিলে ভালবাসা শুধু নয় অভিনয়
আবেগী মনকে দিয়ে দিলে স্বপ্ন দেখার স্বাদ
তোমায় দেখতে ইচ্ছে হয় খুব, আমি যে নিশ্চুপ
শুনতে ইচ্ছে হয় তোমার লেখা কবিতার পঙক্তি
আবৃত্তি করে তৃপ্ত হতে মন চায়
তুমি আসবে কি আমার এই হৃদয়ে, ভালবাসতে আমায়
ফিরে আসবে বারবার ঘুচিয়ে দিতে মনের হাহাকার
কতদিন পার হয়ে গেলো নতুন কবিতার আশায়
যে'কটা কবিতা তোমার লেখা আছে আমার কাছে
সবগুলো যেন মনের মাঝে লিখে রেখেছি,
মনের অন্তরায় বিড়বিড় করে বলতে থাকি শুধু আমি
"একটি বৃক্ষ" নামের কবিতাই আমার কাছে শেষ
এই শেষের অবসান কবে ঘটবে? অপেক্ষায় পার হয় না দিন
তুমি আসো ফিরে এই অন্তরায়, ভালোবাসো আমায় ঘিরে
ভালোবাসো আমার প্রতিটি সত্তায় মিশে থাকা কবিতা
ভালোবাসো আমায় গভীরতা দিয়ে অনন্তকাল
ছদ্ম নামেই না'হয় ফিরে আসো আবার
আঁধার বারিবালা