বাবা
মায়ের ভালবাসায়
তোমার নামটা বড্ড বেমানান
তোমার জন্য যা কিছু মনে
শুধুই কি দেখানো সম্মান

মা
তুমি বুঝি এই পৃথিবীটা
আমার হাতে এনে দিবে
অনন্ত হয়ে থাকবে আমার মনে
বিনিময়ে কি তুমি নিবে?

তোমার জন্য মা
বেখেয়ালি এ জীবনটা দিতে পারি
করতে পারি জগৎ পরিবর্তন
বাবাকে একটু পাশে রেখো
সেতো বাবা, রক্তের বাঁধন

মা
আমি তো বাবাকে ভালবাসি
শাসন এখন আর আমায় কষ্ট দেয় না
হয়না ঘৃণার পাহাড় মনে এখন
তবুও কোলে বুকে আর নেয় না

বাবা
কবে বলতে পারবো বল
আমি তোমায় ভালবাসি
সতত কষ্টে আগলে রাখতে চাই
দেখতে চাই তোমার মুখে হাঁসি