উন্নয়নটাকে উন্নত করেছি
উর্বর মাটি মিশিয়ে
মধ্যবিত্তকে পিষিয়ে,
হোক না তাতে দশের ক্ষতি
মুখটা রঙিন মেকাপ অতি।
আয়ের পথটা অনেক উঁচুতে
খরচের আগে শেষ
কেনায় কাটুক রেশ,
এমন বায়না মানবো কেন ?
কমের চাওয়া দিচ্ছি যেন!
হালের বামন বড়লোক বাবু
ব্যবসায় বড় লাভ
বৌদির বড্ড ভাব,
তবেই তেমন যেমন চাওয়া,
জ্বি হুজুরে-ই বড্ড পাওয়া।
লেখা পড়াতে আবেগ বেশি
পাশ হলেই তো চলে
জ্ঞান তেমনই বলে,
মনের আবেগ ঘরের শিকল
মোবাইল নিয়েছে মায়ের কোল।
তবুও খুঁজি নিজের লাভেই
ভালো থাকার পথ
দুর্নীতির ঐ রথ,
খুন ধর্ষণ-তো আইনের ফাঁকি
বিপদগুলো তাই থাক'না বাকি।