এমন মৃত্যু দেখিনি আগে প্রিয়জন আজ বাক রুদ্ধ
চোখের জলে হাহাকার নেই নিজেকে বাঁচানোর যুদ্ধ ।
বিদায়ের ক্ষণ যখন তখন কে দেখবে কাকে ?
কে যাবে কাছে কত জনায় শুনবে করোনায় যে ডাকে।
একটি নজর দেখবে যারা কোথায় হারাল সে প্রিয়জন
দাফন কাফন হবে কি হবে না প্রশ্নে কাঁদে শুধু মন।
জানাজায় যাওয়ার ইচ্ছেটা খুব শুধুই মনে রয়
এমন ব্যাধি এসেছে দ্বারে আজ মনে শুধুই ভয়।
জীবন যুদ্ধ শেখালে প্রভু ভুলের ক্ষমা কি করবে?
তোমার আজাবে পাপীদের মাঝে মোমিন কিছু মরবে।
করোনায় নিস্তার নাই বিশ্ব দেখছে ভীষণ মহামারী
নিপাত যাবে সব, তুমি ক্ষমা না করলে ধ্বংস অবধারি।
মসজিদের আযানের ডাক শুনি যাওয়ায় নিষেধাজ্ঞা
স্বাভাবিক জীবনে এই আজানেই করেছিলাম অবজ্ঞা।
মুক্তি দাও তুমি আল্লাহ্ অনাকাঙ্ক্ষিত এমন মৃত্যু থেকে
স্বজনের লাশে জানাজা দিব, মাটি দিব স্বাভাবিক দেখে।