কাঁদো তুমি কত নির্জনে
কত গভীরে রেখে বেদনার পানি,
কাঁদো তুমি গভীর রাতে
সময়ের সে সব কথাও আমি জানি ।

তোমার ঢেউ-দোলন স্রোতে
বেয়ে চলে দূরের তরী,
সাদা বক, গাঙচিলের খেলায়
কাকে খুঁজি কাকে ধরি ?

কার কাছে বল তুমি আর কাঁদো
তোমার কান্না শুধুই কি আমি শুনি ?
হরেক প্রজাতি তোমার বুকে ব্যস্ততা
সান্ত্বনা কে দেবে তুমি উদাসিনী ?

তুমি কাঁদো একা একা কাঁদো
যেমনটা দেখ এই আমি
নির্জনে গর্জনে সঙ্গী আমার
কেঁদে যাও নীরবে শুধু তুমি।