যন্ত্রণার আগুনে পুড়ছি যখন তুমি আসলে ডেকে
আড়াল করতে পারিনি কিছু চললাম সুখ'কে রেখে
আমায় কেউ আর মনে রাখবে না তোমায় পেয়ে ভয়
মরণ বিষের থাবায় কাঁদে কেউতো বাঁচার নয়।
করোনা তুমি কেন এলে জানতে মনের কৌতূহল
বিশ্ব ব্যাপির মরণ খেলায় তোমার প্রকোপ প্রবল
শুধু আমায় নিয়ে নাও বলি ছেড়ে দাও বাকী সবে
মিলে মিশে রবে প্রভুর বসুধা'য় দিনটি হবে কবে ?
এমনি করে শত বছরের ধারা হাজার বছরে পার
নতুন নতুনের মাঝে হয় লক্ষ কোটি মানব সাবার
অতীত বলছে করোনা নাকি লক্ষ ছাড়িয়ে যাবে
মানুষ তখন নির্যাতন করতে কাউকে কি আর পাবে ?
শতকের দিন কবেই শেষ হাজার হয়েছে সামান্য
লক্ষ কোটি মরছে মানব করোনা তোমাদের জন্য
করোনা তুমি কতকাল আর আসবে ভিন্ন ভিন্ন নামে
মহামারী আর আহাজারি শুধু জীবন গ্রাসের দামে !!!