বিশ এবার বিষে
ধরল এবার কিসে
করোনা নাকি পঙ্গপাল ?
কুড়ি কেন নয়
এটাই এখন ভয়
আতংকে বিশ্ব নাজেহাল।
মানুষ আর খাবার
যদি হয় সাবার
ভবিষ্যৎ অতীত হয়ে রবে,
অতীত কথা কয়
মহামারীর ভয়
আজব গজব ঘনীভূত হবে।
ভুলের ক্ষমা চাও
পরিত্রাণ নিয়ে নাও
শুকরিয়া আদায় কর তার,
আল্লাহ্ কে ভয় কর
নামাজ রোজা ধর
হতেও পারে মুক্তি তোমার।