চলছে দেশে করোনা চাষ
ঘরে বাইরে সর্বনাশ,
খুলছে শহর ফাঁকা গাঁও
শ্রমিক সবে গার্মেন্টস যাও।
নিরাপদে করোনা আনো
চিকিৎসা নেই তাও জানো,
গরীব তোমার স্বাস্থ্য বিধি
মৃত্যুর পর হয় যদি।
গাদা গাদি'তে কী-ই-বা হবে
কারখানা'তে যাবে সবে,
থাকবে মসজিদ বন্ধ করে
বন্দি ছাত্র থাকবে ঘরে।