আমি আমার চেতনাকে জাগ্রত করতে পারিনি
আমাকে বিষিয়ে দাও এই ঘন আঁধারের তরে,
ধ্বংসের সীমানায় জ্বালিয়ে ভস্ম করে ফেলো
তবুও কষ্টের পরিসীমা দিও না আমার ঘরে।
তিলে তিলে আমাকে যন্ত্রণা দিও অদেখার ছলে
ধর্মের দোহাই দিও না এ বুকে আঁচড় লেগে যায়,
তুমি তোমার ধর্মকে আপন করে নিও যেমন খুশি
আমি মুসলিম, ইসলাম ধর্ম দিয়েছে ঐ বিধাতায়।
তোমাকে ভালবাসি আমি, মানবতায় ধর্মান্ধ হয়ে
প্রতিবাদ করতে পারিনা তাই তিরস্কৃত হয়ে থাকি,
তোমাদের মত অন্যের হিংসের ফাঁদে আটকে
আমার বিধাতা আল্লাহ্কে ক্ষমার জন্য নীরবে ডাকি।
তবুও কেন ধর্মের আঘাত করো বারবার এই ভবে
গালি দিয়ে যাও অবলীলায় প্রতিপালকের বন্ধুকে
তোমায় মিনতি করি আমায় বিনিময় নিয়ে নিও
তবুও কুলসিত করো না বুক ভস্মিত ধুঁকে ধুঁকে
আমাকে আমার মত থাকতে দাও পরিবর্তন ছেড়ে
আমার এবাদতে তুমি দিও না বাঁধা হিংসের ছলে
আল্লাহ্ বিরাজ হয়ে গেলে আমিও রেহাই পাবো না
হয়তো আসবে নতুন, পরবো মহা প্রলয়ের কবলে।