তোমার কথা বড্ড বেশি মনে পড়ছে আজ
ভুলে থাকার সব চেষ্টা-ই বুঝি হবে ভুল
তবুও মনকে পারছি না কিছু বলতে
জানো! তোমার স্মৃতিগুলো কুঁড়ে কুঁড়ে খাচ্ছে
থাক না হয় ওসব কথা, ব্যথার আদলে মিশে যাক
এখন তো সবার মনের মধ্যমণি তুমি
মনে প্রাণে করছে সকলে দোয়া
ত্যাগের মহিমায় তুমি তো মহান বনে গেছো
আমার কথা না হয় বাদ-ই দিলাম, তার পর ......
চোখের জলকে কেন আটকাতে পারি না
কার কাছে বলবো বল, শোনার যে কেউ নেই
অন্তর'টা যদি দেহ পোড়ার মতো পুড়ে ছাই হয়ে যেতো !
তবে তোমার ভালবাসার হয়তো ভুলে থাকার পেতো পথ
খুব বেশি কেন ভালবেসেছিলে
কেনই'বা ভালবাসার তরে নিজেকে নিজেই করলে খুন
বিদায় নিতেও কান্নার জোয়ারে ভেসেছিলে কেন তুমি?
এই হারিয়ে যাওয়াও অতো'টা কষ্ট দেয়নি
যদি না চিরসুখীর শুধু মহড়া হতো
যদি না জীবনে চলে আসতো মহা দুর্দিন
আর সইতে পারছি না এখন
সন্তানের মা হয়েও শুনতে পারবে না প্রিয় ডাক মা
হয়তো এ সন্তান আমারও হতে পারতো
তবুও দানের হাত কি করে দিতাম বল ?
তোমার যে আর সন্তানও হবে না
অন্যের ঘর বাঁচাতে তোমার এই মহামানবী রূপ কষ্ট দিচ্ছে খুব
বড্ড বেশি মনে পড়ছে তোমায়
অপেক্ষায় তোমার সামান্য সুখের
আমার জন্য ভেবো না, এইতো বেশ আছি
নিজেকে বাঁচিয়ে রেখো আপন খেয়ালে
দূরে থেকে বিরূপ নামটা দুঃখের।