তোমার কথা বড্ড বেশি মনে পড়ছে !
ভুলে থাকার কত চেষ্টাই না করছি ----
জানো, তোমার স্মৃতি গুলো !
থাক, কি করে বলবো ?
আজ তো সবার মনে তুমি
তোমার জন্য সকলে হাত তুলে দোয়া করছে
কত বড় ত্যাগ যে তুমি করলে
প্রথমে আমায়, এখন নিজের সন্তান------
চোখের জলকে তো আটকাতে পারি না
কার কাছে বলব বল !!!!!
অন্তরটা দেহ পোড়ার মত যদি পুড়ে ছাই হয়ে যেত !
ভালবাসলে তুমি
আমার জীবনেও আসলে তুমি
আবার হারিয়েও গেলে ------- সেই তুমি
কষ্টটা এতো বেশি হত না যদি তুমি -----
নাহ! আর সইতে পারছি না,
তোমার সন্তানের মা হয়েও মা ডাক শুনতে পারবে না
যদি জানতাম, আমি থাকবো না, স্বামী থেকেও আর সন্তান হবে না
অন্যের ঘর বাঁচাতে দান করবে নিজের সন্তান !
উফফফফ
ভাবতে গাঁ শিউরে উঠছে
বড্ড বেশি মনে পড়ছে !
অপেক্ষা এখন তোমার সুখের
আমার থেকেও অনেক বেশিই দুখি তুমি
সান্তনা ! এটা দেবার মত কি আছে আমার !