সবুজ মাঠেই প্রেম বুনেছি
শুভ্র কাশের বন,
দীঘির জলে পদ্ম আমার
সদ্য যৌবনা মন।
শ্রাবণ মেঘে ঢল মেখেছি
বুক তটিনী জল,
শীতল পৌষ প্রেম পবনে
সিক্ত হৃদয় তল।
সখ্য প্রীতি গুন চেয়েছি
ধৈর্য ত্যাগের রত্ন,
বাদল ঝড়ে আগলে সদা
উষ্ণ পরম যত্ন।
কঠোর প্রাণে সব সয়েছি
নিত্য ব্যথার জ্বালা,
প্রেমই বলে সত্তা আমার
নিন্দাতে দেই তালা।
বরফ গলা সুর সেধেছি
মন খুলেছি হেসে,
পাহাড় হতে দীক্ষা আমার
ঝর্না ধারায় ভেসে।
শিশির ভেজা ঘাস হয়েছি
জন্মাতে তোর সুখে,
ঊষায় মাখুক নিত্য হাসি
চন্দ্র কণার মুখে।