দামে কম কথায় দম
পেলে ও ভাই সস্তা,
কিনতে থাকি যতই দেখি
নিতে লাগে বস্তা।
কমের বাজার হরেক রকম
কেউ চায় না ঠকতে,
বস্তা খুলে দেখলে বউ
দেরি করে না বকতে।
এটা কিনলে ওটা ফ্রি
লোভ সয়'না মনে
টাকার টাকা হলে ফাঁকা
খালি আঙ্গুল গুনে।
ঠক বাজিতে কম'না কেউ
পাঁচ পাঁচে বারো,
দশের বেলায় কথার ঠ্যালায়
টাকা চায় যে আরও।
দামা দামির স্বভাব তবু
কেউ দেয় না ছাড়,
বেশি চালাক তাকিয়ে থাকে
খুশি পকেটমার।