নিঃসঙ্গতা এখন আর বুকের পাঁজরে আঘাত করে না
ঝরে পরে না আঁখি বেয়ে অশ্রু জল অবিরত,
পাথর হৃদয়ে শুধু খুঁজে ফেরা অতীতকে ভোলার পাঁয়তারায়
নদী তটে নির্জনতা খুঁজে ফেরে বারবার।
পাড় বেয়ে রাস্তার ধারে হেটে চলা হাসি মুখটি আর খোঁজা হয় না
ঘটনার রটনায় হয় না সামনে এসে দাঁড়ানো,
অপারগতা এখন আর ভাবিয়ে তুলে না কাপুরুষের মতো
যদিও পুরুষের অভিধান ছিলো না হিংসুটে ঐ দলের ভিড়ে
অবজ্ঞা আর অপমান কুট কুট করে ছিলো ভরা।
তোমার মতো অন্য কেউ আসবে না বুকে হয়তো
নয়তো ভেসে যাবো এই নদীর বুকে ঝড়ের পরে,
বিরোধিতা আমার যে সাজে না, সাহস হয়েছে শুধু অভিনয়,
কেউ কাছে পেলে জোটে ধিক্কার আর মৃত্যু ভয়।
এই ভয়েই অবক্ষয় আমার, তোমায় হারাবার
বীভৎস ধর্ষণের প্রতিবাদও যে করতে পারিনি, তবে মৃত্যু দেখেছি
একাকী কেঁদেছি নিঃসঙ্গতা পেয়ে,
ভালবাসার করুন পরিণতি অবনমন অনুমেয় হয়ে।