বিরতিকে আমি ছুটি দিয়ে দিয়েছিলাম
তাতে কি লাভ হয়েছে ?
প্রতিশোধ নিতে পুরো আমাকেই কিনে নিলো!
এখন বড্ড অসহায়ের মতো আছি
আস্তে আস্তে সবকিছু থেকে নিচ্ছি বিরতি
তবে কি আর কখনো কিছু করবো না?
কবিতার ছন্দ কি আর কলমে ধরবো না?
তবে কি সকলে হয়ে যাবে ইচ্ছে খুশি
চির বিদায় নিবে সত্যের মানবতা?