সাগরের নীল জল উত্তালে প্রবল
বাষ্পীয় ঘন মেঘের বৃষ্টি ধারাপাত,
শেকড়ে আকাশ চেয়ে অরণ্য জঙ্গল
বনের গহীনে করে প্রকৃতির রাত।
উদয় অস্ত রবির গতি ধারা চলে
চাঁদের আদরে আলো ধারে নেয়া ঋণ,
পাখি কলতানে বয় সুপ্ত হিস্যা বলে
ধরণীর সীমারেখা দেখা যে কঠিন।
প্রযুক্তি করেছে সব শুরু থেকে শেষ
নতুন শুরু আবার আবিষ্কার প্রাতে
ভাবনা নতুনে নয় কৃত্তিমের সাথে
পুরনো মানবে সেই আদি পরিবেশ।
চিত্র পাল্টেছে রঙিনে প্রকৃতি ধরন
বিধাতার নেয়ামত করে যে হরণ।