(কাব্য রচনা বন্ধু স্বপনকে উৎসর্গ করে)
দিন গত হয়েছে বহু বছর ধরে
দেখা মেলে না তার কত কাল
চেয়ে থাকার সময়টুকু অবসরে কাটে
পরিবর্তনের হাওয়ায় পাল্টে মহাকাল।
শিশির ভেজা ঘাস এখন আর!
নুপুর পায়ে হেটে চলা কি আছে?
আছে কি লুকিয়ে এক পলক দেখা!
সুযোগ খোঁজায় ব্যস্ত এতটুকু কাছে।
ভাললাগায় ভালবাসা ছিল দৃষ্টি-কটু
সময়ের সাথে পাল্টে গেছে সব,
ছায়ানীড়ে বাদামের খোসা খুজে পাবে না
হয়তো হারিয়েছে পাখির কলরব।
ঘড়ির কাটা এখন আর হাতে বাজে না...
ক্ষণিক না দেখায় জমেনা চোখে পানি...
আবেগি মন উদাসিন হয় না ব্যস্ততার ভিড়ে...
নিভে গেছে ভালবাসায় তোমার কাহিনী।
কষ্টকে আর আড়াল করিনা এখন
বাঁচার জন্য যুদ্ধ করে যাই অনন্ত হয়ে
হারানোর ভয় নেই জেনে কাদিনা এখন
বেদনায় নীল হয়েছি তোমার কষ্ট সইয়ে।