নিভু নিভু সূর্যের দেখা পেয়েছি,
হয়তো আমায় ভুলে যাবে এই সন্ধ্যা নামার সাথে।
তবুও নতুন ভোরের অপেক্ষা
ঘন অন্ধকারের ভয়ানক অন্ধকারের মাঝে।
নীল নয়না আমি কি করে বলি!
উদাসীনতায় পিছু নেইনি খুঁজে পাবার জন্য
বেখেয়ালি মনের ভাবনায় বখাটে
অন্ধকার তবে কি আর কাটবে না কোনকালে ?
রাতেও আলো আসতে পারে
অক্লান্ত মনের শান্ত ঘুম আসে না বিছানায়
সব তো বন্ধ করে রাখা ছিল
পূর্ণিমা দেখেছিল বুঝি করুন শুরে আমায়।
সূর্যটা কেন থাকলো না কাছে
দেখে নিতাম তোমার পূর্ণ মায়াবতী ছবি
একে নিতাম মনের কোনে
প্রভাতের কিরণ উজ্জ্বল শিশিরের ফোটা
রক্তিম আভায় যে সূর্য আজ
দেখেছি তোমার পাশে থেকে পলকহীন চোখে
স্বপ্ন যেন আর পাল্টায় না
হৃদয়ের টানে প্রেমের পরশ দিতে চায় খুব
আবার আসবে প্রভাত প্রাতে
ভালবাসার ছবি আঁকবো কালিবিহিন তুলিতে
তুমি না হয় দূরেই থেকো
বুঝে নিও মনের ভাষায় ভালবাসার আশায় আছি।
(সংক্ষিপ্ত)