প্রেমের উষ্ণ পরশে মাখা মাখি আমার এই হৃদয়
তবুও কেন লোভ হয়, আবার মনেতে জাগে ভয়?
ভালবাসায় ভাগাভাগি এপার ওপারের মহা যুদ্ধ
পাওয়ার নেশায় হতাশায় এ মন বিলুপ্ততায় ক্ষুব্ধ।
অন্তরের আবেগ শুরু হয় পলকে পলকে আয়না
কথার শুরুর তরে শুরু চোখা-চুখি হাত ধরা বায়না
পাশে বসা শুরু হয় মনে ধরে বেশি ভালবাসি আজ
মনের মিল হয়েই তো গেছে কি করে থাকবে লাজ?
ভালবাসার সম্ভ্রম গুটিয়ে নিরালা খুঁজি আলাপনে
সঠিক সময়ে ফিরতে হবে তবুও কিছুক্ষণ গোপনে
আপন খেয়াল আপনাতে ঐ থাকে না কোন লজ্জা
ভালবাসায় ডুব দিয়ে তাই ফুল ছাড়াই থাকে সজ্জা
এ উষ্ণতা আবেগী শুধু তুমি আমি আর এক অন্য
পরিণতি নিজের হাতে না থাকলে হয় যে নগণ্য
এমন চিত্র চলবে চিরকাল দুই টান টানে রশ্মি ছাড়া
অন্তর বাহির সুপ্ত রাখতে আমি বাস্তবিক দিশেহারা।