আকাশ ফুঁড়ে জমছে মেঘ
ঝরছে পাতাল জুড়ে
দেখছি খেলা সাদা কালোর
খানিক থেকে দূরে।
জলের ধারায় বান ভাসিয়ে
মারছে জীবন সাথে
গরীব দুঃখীর ঘর বাড়ি শেষ
মরবে এবার ভাতে।
পথের তরে নেই তো কিছুই
সবই নদী সাগর,
ঢেউয়ের তরে স্বপ্ন বিলীন
কে করবে আদর।
এমন জলের গতি ধারায়
কে দিবে যে বাঁধা!
মানুষগুলো সব মধ্য ভাগে
হিসেব খানি আধা।