প্রভাত আলো
পেলে ভালো
বাংলার বুকে আজ এই,
নামের বাহার
মুজিব সমাচার
শত বর্ষ পূর্ণতায় সেই।
বাংলার ছেলে
স্বাধীনতায় মেলে
বঙ্গবন্ধু নামের একজন,
সাহসী যোদ্ধা
রাজনীতির বোদ্ধা
৭ই মার্চের বিপ্লবী ভাষণ।
দেশ গড়েছে
তবুও মরেছে
হিংস্র হায়েনার খুনে,
হৃদয়ের মাঝে
সারাক্ষণ বাজে
শ্রেষ্ঠ বাঙ্গালীর গুনে।