যেই ছেলেটা করে চুরি
ঘরে কিছু নাই,
থাকুক পরে পাওয়ার তরে
আরও কিছু চাই!
চাওয়ার পালা চলছে অনেক
লুটছে ফাঁকি দিয়ে,
চোরের স্বভাব ডাকাতি আর
ঘুষে'র ফায়দা নিয়ে।
কিনবে গাড়ি গড়বে বাড়ি
গয়না বউয়ের শখ,
মিটবে আশা কালো পেশা
সৎ হওয়াতেই ঠক।
হোক'না ক্ষতি দেশের অতি
লাভ'টা নিজের তরে,
চুরি'র নেশা বিরল পেশা
থাকবে টাকা ঘরে।
তান্ত্রি'কের ঐ মন্ত্রটা খুব
রপ্ত নিজের মাঝে,
কন্ট্রাক্ট পেতে দুর্নীতি সব
বাকী রাখা কাজে।
সব ভালো ঐ শেষের বেলা
ক্ষমতার যে খুঁটি,
কেউ বললে আঁটকে দিবে
চেলে আইনের গুটি।
তবে-ই কেন চুরি করাতে
থাকবে কোন বাঁধা,
ভালো মানুষ বাংলাদেশে
অন্ধ গলির গাধা।