অতোটা সহজ নয় যতোটা ভেবে ছিলাম তোমায় নিয়ে
ভেবে ছিলাম জীবনের মুহূর্তগুলো কেটে যাবে স্বপ্ন শেষের আগেই
ভেবে ছিলাম আমার চাওয়াটাই হবে তোমার চাওয়া
ভুল ভেবে ছিলাম, ভুল হয়েছে আমার
ভালবাসার ছয় যুগ পরেও নতুন ভালবাসতে হবে তোমায়
বুঝতে হবে তোমার মনের চাহিদা
আমি তোমার মত হয়ে যাবো ভেবে নিলাম
ক্ষমা চেয়ে নিবো তোমার তরে যেমনটি তুমি চাও
তবুও প্রশ্নগুলো উঁকি দিচ্ছে বারবার
যে মানুষটি আমার অপেক্ষায় রাতের পর রাত কাটিয়ে দিতো
যে মানুষটা ক্ষুধার যন্ত্রণা বুঝতে দিতো না
সে কিনা আমার উপর অভিমান করেছে
বলে দিয়েছে ফিরবে না আমার এই বুকে
আমায় ছাড়া কাটিয়ে দিতে পাড়বে বাকীটা জীবন
সত্যি আমি অবাক হয়ে গেছি
যে মেয়েটা একটি পলক দেখার জন্য দাঁড়িয়ে থাকতো গাছের আড়ালে
হাতের বইগুলো ছিল শুধু অপেক্ষা করার বাহানা
আমাকে বিয়ে করার জন্য যে তার বাবার সাথে মুখ উঁচিয়ে কথা বলেছিল
সে কি আমার উপর রাগ করেছে?
ছেলেরা আমার সাথে নেই, নেই সেই অতীতের সময়
তবুও বেঁচে আছি আমার মত করে
অভিমানী মনটাকে আগলে রেখেছি আবার ভালবাসতে
ভালবাসা দিবসে নীরবে হাসতে।
এখনো ভালবাসি তোমায় বলবো, যদি ফিরে আসে সে!
আসবে কি আমায় ভালবাসতে ওপার থেকে
যেখান থেকে কেউ ফিরে আসে না?