কে হাত তুলেছে হায়!
বিদায় বলে যায়
মনের অন্তরায় বিষাদের ছায়ায়,
হায় হায় এখন কি হবে উপায়?

এমনটা আমি চাই না কবি
পেতে চাই পাতায় তোমার ছবি,
দিও না বুকে যন্ত্রণার ভার
এই আহবানে ফিরবে আবার।


(এই আসরের একজন প্রিয় কবি "সুদীপ্তা চৌধুরী" এর শততম কবিতার মাধ্যমে আপাতত বিদায় জানানো নিয়ে আলোচনা পাতায় আলোচনা দেখে এই লেখার সৃষ্টি, আমি চাই তিনি নিয়মিত থাকেন এই আসরে)